শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরোনোরা ব্যর্থ ছিলেন। পুরোনোরা সফল ছিলেন বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে।
মঙ্গলবার নবনির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। তাদেরকে সব কাজ বুঝে এরপর করতে হবে এবং পুরানোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখবো।
সোমবার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় গঠন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন।