বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা ৬ নং ওয়ার্ডে মোকসেদ মোল্লা (৫৪) নামে একব্যক্তি আত্মহত্যা করে। ঘটনা স্থান পরিদর্শন করে জানা যায়,শুক্রবার আনুমানিক রাত ১২ টা থেকে আদু মোল্লার ছেলে মোকসেদ মোল্লা কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সারারাত খোঁজাখুঁজি করে তার পরিবার।পরে শনিবার সকাল ১০ টায় স্ত্রী ফরিদা বেগম, ছত্তার মাতব্বরের বাড়ির পুকুরের পশ্চিম পাড়ে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে।তাত্ক্ষণিকভাবে চরশিবা পুলিশ ক্যাম্পকে অবহিত করলে এস আই মোঃ নুরুন্নবী ফোর্স নিয়ে ঘটনা স্থানে যায়। এবং একই সাথে গলাচিপা থানাকে জানান।গলাচিপা থানার এস আই কবির হোসেনের নেতৃত্বে একটি ফোর্স লাশটি উদ্ধার করে। এস আই কবির হোসেন বলেন, লাশটি থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে পটুয়াখালী মর্গে পাঠানো হবে।