মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার নব-ঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো.ফরিদ উদ্দিন। শুক্রবার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মো.এনায়েত হোসেন মোহন, কলাাপাড় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, যুগ্ম আহবায়ক প্রিন্স খলিফা, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ মোশাররফ কল্লোল, যুগ্ন আহবায়ক কাজল মৃধা সহ কলাপাড়া উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদ মোশাররফ কল্লোল জানান,আহবায়ক কমিটি পাওয়ার পরে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক কার্যক্রম চালিয়ে যেতে চাই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো.ফরিদ উদ্দিন জানান, স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার লক্ষ্যে সারাদেশে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অব্যাহত রয়েছে।