বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় করোনাকালীন সময় পর্যটন বন্ধ থাকায় পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সমস্যা ও উত্তোরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে এ আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়।
টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলর শহিদ দেওয়ান, আবুল হোসেন, টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনুসহ কুয়াকাটা পর্যটন নির্ভর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান পরিচালনা করেন টোয়াক মেম্বার ,বাংলা ভিশন সংবাদদাতা জহিরুল ইসলাম মিরন । বক্তারা বলেন, চরম সমস্যা দিন কাটাচ্ছেন পর্যটনের ক্ষুদ্র ব্যবসায়ীরা। করোনার লকডাউনের কারনে দুই মাস ধরে বন্ধ রয়েছে পর্যটন সংশ্লিষ্ট সকল ব্যাাবস প্রতিষ্ঠান। এ সময় সকল শিল্প কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায় স্বাস্থ্য বিধি মেনে পর্যটন চালু রাখার দাবী জানান তারা।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, করোনার মধ্যে সবকিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে পারলে পর্যটন কেনো পারবেনা। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে হোটেল মোটেল রিসোর্ট গুলোর কর্মীরা। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন বলেন, আমার পৌরসভা পর্যটন এলাকার মধ্যে, তাই পর্যটন বন্ধ থাকায় আমার স্টাফদের বেতন ভাতা দিতে পারছিনা। তার কারণ আমি কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স পাইনা। তাই দ্রুত পর্যটন কেন্দ্র স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়ার দাবী জানান তিনি।