বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা এগারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সেলিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান বোখারীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা।
বক্তারা অবিলম্বে স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেয়া না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। এছাড়া দেশে পাবজি ও ফ্রিফায়ার গেম নিষিদ্ধের দাবি জানান।