বুধবার, ১৪ মে ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়া পৌরসভায় ওয়াই ওয়াশ এসজিডি বাংলাদেশ এ প্রকল্পটির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কলাপাড়া পৌরসভা মিলনায়তনে বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
প্রকল্পটি নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশ, উত্তরণ এবং হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি-আশা) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর পানি স্যানিটেনশন ও হাইজিন সেবার মান উন্ননের পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, প্রাক্টিক্যাল এ্যাকশনের প্রতিনিধি প্রদিপ চন্দ্র কর্মকার, এইচপি আশা প্রতিনিধি মো. আঃ কুদ্দুস, উত্তরণ প্রতিনিধি মো.হাসিব সহ কলাপাড়া পৌর কাউন্সিল সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।