বুধবার, ১৪ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ভায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সরকারি সিকস্তি জমিতে এলাকার উন্নয়নের নামে ভবন নির্মাণ করে আত্মসাতের পায়তারা করছেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান রুবেল। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানান,সরকারি খাস সম্পত্তির উপর ভবন নির্মাণ করছেন চেয়ারম্যান।
আত্মিয় স্বজন উপর মহলে থাকায় তার ক্ষমতার কাছে প্রশাসন নিরব মুখ খুলতে চাননা স্থানীয়রাও। পটুয়াখালী সদর উপজেলার জে এল- ৯৬ নং ভায়লা মৌজায় ২০৮ নং খতিয়ানের ৩১৪৮ নং দাগের শ্রেনি সিকস্তি উল্লেখ আছে। যাহার মন্তব্য কলামে আছে (ভায়লা নদী ১৩৩২ সন হইতে সিকস্তি জমি সাধারণের ব্যাবহার্য্য) মোং দাগ ৩১৪৭ যাহা সরকারের ঘরে থাকলেও ক্ষমতার বলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উন্নয়নের নামে ভবন নির্মাণ করেই চলছেন চেয়ারম্যান রুবেল।
এলাকার স্থানীয় বাসিন্দা নসু মোল্লা জানান, যেহেতু চেয়ারম্যানের ব্যাপার সেহেতু সত্য কথা বলা যাবে না। কামরুল ইসলাম বলেন, ওটা নাকি তাদের রেকর্ডিয় সম্পত্তি তবে ১০ নল পরেই খাল আছে। ভুড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নয়া মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন ওখানে আগে থেকে ঘর আছে তবে সার্ভেয়ার জমি মেপে বলতে পারবে এটি খাস জমি কিনা।
পটুয়াখালী সদর সহকারী কমিশনার(ভূমি) শাহিন মাহামুদ জানান এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। খাস জমিতে ভবন নির্মাণের বিষয়ে চেয়ারম্যান রুবেল জানান,এটা আমাদের বাপদাদার সম্পত্তি এলাকার উন্নয়ন কাজের জন্য মার্কেট নির্মাণ করছি, এখানে সরকারি কোন জমি নেই।