বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের নির্মানাধীন ভবনে ২৫০ পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক অমল মুখার্জী, এসকে রঞ্জন উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় যুবলীগ নেতার পক্ষ থেকে প্রতি পরিবারকে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি ও দুধ প্রদাণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও যুবলীগ নেতার পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করা হয়।