বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌ-বাহিনী।
শনিবার দুপুরের শের-ই-বাংলা নৌ-ঘাঁটি থেকে লালুয়া ইউনিয়নের দু:স্থ ও অসহায় ২০০টি পরিবারে মা পক্ষ হতে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নেভাল এরিয়ার কমান্ডার বা-নৌ-জা শের-ই-বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শিমসন বিপ্লব দাস।
ত্রাণ সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, ছোলাবুট, লবন ও আটা। নৌ-বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, লালুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়াও অসুস্থ অসহায়দের বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।