মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশালের সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার (নাপতারহাট) এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত যুবকের অনুমানিক বয়স ৩০। তার পরনে ব্লু রংয়ের টি-শার্ট ও জিন্স প্যান্ট এবং হাতে তিনটি আংটি ছিল।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই সবুর।