বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। মঙ্গলবার তাকে বদলি করা হয় এবং বাউফল থানায় কোন ওসিকে দেয়া হলে সেখানে তাকে পাঠানো হবে বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোস্তাফিজুর রহমান গত বছর (২০২০ সালে) ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় যোগদান করেন। তার বদলির খবরে নানা মহলে স্বস্তি ফিরে এসেছে বলে জানাগেছে।
উল্লেখ্য গত কয়েক দিন আগে ওসি মোস্তাফিজুর রহমান দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামীদের সাথে সেলফি তুলে তা বিভিন্ন পত্রিকার শিরোনাম হন।
এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এমনটাই তথ্য পাওয়া যায়।