বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ কলাপাড়ার মহিপুরে সুলতান হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাতে ওই শিক্ষার্থীর মা বাদী মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মঙ্গলবার সকালে সুলতানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটায় ওই শিক্ষার্থী তাদের ঘর থেকে এক প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এ সময় মহিপুর থানার মনসাতলী গ্রামের সুলতান ওই শিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এসময় শিক্ষার্থী ডাক চিৎকার দিলে তাকে ছেড়ে দিয়ে সুলতান পালিয়ে যায়। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্না জড়িত কন্ঠে তার পরিবারকে সব খুলে বলে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সুলতানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।