বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ৩১ মার্চ বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক পটুয়াখালী জেলায় নির্মিত ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ।
মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সময় জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গৃহীত সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নিমিত্তে করণীয় বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।