শনিবার, ১২ Jul ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির উদযাপন উপলক্ষে ‘মুজিব বর্ষে শপথ করি-প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সরদার আব্দুর রশিদ, সভাপতি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), পটুয়াখালী; ফরহাদ জামান বাদল, সিনিয়র সহ-সভাপতি, চেম্বার অব কমার্স, পটুয়াখালী; স্বপন ব্যানার্জি, সভাপতি, প্রেসক্লাব; মেয়রের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মােহাম্মদ সেলিম, সহকারী পরিচালক, জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী।