শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ স্কাউটস’র দুই দিনব্যাপী ব্যাজ কোর্স ও শাপলা কাব অ্যাওয়ার্ড এর সনদ বিতরণ অনুষ্ঠানের শুভউদ্ভোধন হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলার আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্ভোধন হয়।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন, বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক।
বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো.নুরুল হক’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.আবুল বাশার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, উপজেলা রিসোর্স সেন্টার(ইউ আর সি) ইন্সস্ট্রাক্টর মোহাম্মদ ফিরোজ মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো.ইকবাল বাসার খান কমিশনার বাংলাদেশ স্কাউটস। এ সময় উপস্থিত ছিলেন, কাবলিডার মো.মিজানুর রহমান, উপজেলা কোষাধ্যক্ষ মামানৈ এবং সদস্য মো.মোয়াজ্জেম হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক কাব স্কাউটসদের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এবং স্কাউটিং এর বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দেন।