সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি তারেক রহমানের নির্দেশে মুমূর্ষু শ্রমিকদল নেতার পাশে জিয়া উদ্দিন সিকদার সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ’র দাবীতে  নির্বাহী প্রকৌশলীর(পাউবো) সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক মহিপুরে ২টি ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ পটুয়াখালী নয়, বরিশাল পর্যন্ত রেলওয়ের প্ল্যান : এম সাখাওয়াত হোসেন হরিজনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত মাছধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন, অগ্নিদগ্ধ- ৩ জেলে কুয়াকাটায় জেলের জালে ৩০ কেজি ওজনের “ট্রেভ্যালি ফিশ” ২৪ হাজারে বিক্রি
ঘোড়ার গাড়ীতে এলেন কনে বরিশালে ধুমধাম করে প্রতিবন্ধী বর-কনে’র বিয়ে

ঘোড়ার গাড়ীতে এলেন কনে বরিশালে ধুমধাম করে প্রতিবন্ধী বর-কনে’র বিয়ে

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরের পলাশপুর গ্রচ্ছগ্রামে রোববার বিকেলে এক ভিন্নরকমের বিবাহের আয়োজন করেছিলেন স্থানীয় লোকজন। রোববার বিকেলে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেকে বাড়ি নিয়ে এলেন ঘোড়ার গাড়িতে।

গতকাল সোমবার দুপুরে ছিলো বর-কনের গায়ে হলুদের অনুষ্ঠান। এতে এলাকার লোকেরা চাঁদা তুলে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সবকিছু করেন। আনন্দে মাতেন বয়সী নারী-পুরুষ, শিশুরাও। বর দৃষ্টি প্রতিবন্ধী কালাম ব্যাপারি (২২) এবং কনে সুমা আক্তার (১৮) শ্রবণ ও বাক প্রতিবন্ধী। গতকাল বিকেলে ওই নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামে ১ নম্বর লেনে গিয়ে দেখা যায়, বর-কনেকে ঘিরে আছেন এলাকার লোকজন। তাঁরা নানাভাবে আনন্দ-উৎসব করছেন। সুমন সরদার নামে এই বিয়ের উদ্যোক্তাদের একজন। তিনি জানান, রোববার বিকেলে আমরা ঘোড়ার গাড়ি নিয়ে কনের বাড়িতে যাই। তাঁদের বিবাহ নিবন্ধন হয়।

সেখানে ফিরনি-মিষ্টি দিয়ে উপস্থিত লোকজনকে আপ্যায়ন শেষে ঘোড়ার গাড়িতে করে কনেকে বরের বাড়িতে তুলে আনেন তাঁরা। বর-কনের বাড়ি পাশাপাশি হলেও ঘোড়ার গাড়িতে বর-কনেকে পুরো এলাকা ঘোড়ানো হয়। এসময় উৎসুক লোকজন রাস্তার দুপাশে দাড়িয়ে তাঁদের শুভেচ্ছা জানায়। বিয়ের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য এলাকার লোকজন চাঁদা তোলেন। প্রায় ২৫ হাজার টাকা তুলে বর-করেন পোশাক, আপ্যায়ন ব্যয় থেকে শুরু করে সবকিছু করেন এলাকাবাসী। স্থানীয় ও্য়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেনও ছিলেন এই উদ্যোগে। তিনি বিয়ের উপহার হিসেবে বরকে একটি হুইল চেয়ার দেন। স্থানীয়রা জানান, বর কালামের গ্রামের বাড়ি বাকেরগঞ্জের কালিগঞ্জ গ্রামে। বাবা-মা নেই। তাঁরা দুই ভাই। কালাম ছোট। বড় ভাই আবদুস সালামও বুদ্ধি প্রতিবন্ধী। শ্রমিকের কাজ করে যা আয় করেন তা দিয়ে পলাশপুরের গুচ্ছগ্রামে ছোট্ট একটি খুপড়ি ভাড়া করে থাকেন। আর কনে সুমার বাবা বাবুল পালওয়ান। তিনি রিকশা চালান। দুই মেয়ে, এক ছেলে নিয়ে পাঁচজনের সংসার চলছে টেনেটুনে। গতকাল সোমবার বিকেলে কথা হয় বর কালাম ব্যাপারির সঙ্গে। কনে সুমা কথা বলতে না পারলেও তার অবয়ব দেখে বোঝা যাচ্ছিল বিয়েতে খুব খুশি সেও। কনের পাশে বর কালামও ছিলেন হাস্যেজ্জ্বল। বিয়ের পর অনুভূতি জানতে চাইলে কালাম হাসতে হাসতে বলছিলেন, ভালোই লাগে, আবার চিন্তাও লাগে। আগে তো এলহা আছিলাম। এহন ঘরে বউ আইছে। কয়ডা টাহা ভাতা পাই। হেইয়্যা দিয়া সোংসার চালামু ক্যামনে? যদি কেউ আমারে একটা কামের (কাজ) ব্যবস্থা করতো তয় নিজের সোংসার নিজেই চালাইতে পারতাম। এই ধরেন কিছু মালামাল দেলে বইয়্যা হেইগুলা বেইচ্চা জীবনডা চইল্লা যাইতো’। নববধু সুমা স্বামীর পাশে বসে আছে। কিন্তু সে স্বামীর এই আকুতি শুনতে পায় না। কিন্তু স্বামীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকানো সুমার হাস্যেজ্জ্বল মুখটা তখন অনেকটাই মলিন। বোঝা গেল শ্রবণশক্তি না থাকলেও তার স্বামী যে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা বলছেন তা ঠিকই ইন্দ্রীয় তাকে বুঝতে সহায়তা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD