শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
ঝালকাঠিতে সৎপুত্র ও তার স্ত্রীর দেয়া মিথ্যা মামলা-হয়রানি এবং অপপ্রচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন মা রোকেয়া বেগম। সোমবার বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলার রাজাপুরের আদার্শপাড়া এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, আমার স্বামীর মৃত্যুর পর সৎপুত্র মিজানুর রহমান মাসুম ও তার মামলাবাজ স্ত্রী নাসিমা বেগম কর্তৃক সহায়-সম্পত্তি গ্রাস করতে একের পর এক মিথ্যা মামলায় হয়রানি-নির্যাতনের শিকার হচ্ছি। জমিজমা সংক্রান্ত বিবাদ থাকায় বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমি আমার বয়স্ক দুই ভাই ও ছেলেমেয়ের জীবনের নিরাপত্তহীনতায় প্রতিমূহূর্ত আতংকিত দিন কাটাচ্ছি। এ অবস্থা থেকে মুক্তি পেতে আমি প্রসাশন সহ সর্বমহলের সহযোগিতা কামনা করছি।