শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর মহিপুরে মটোরসাইকেল দুর্ঘটনায় রুবেল পাহলান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রুবেল লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত দশটার দিকে রুবেল তার ভাড়ায় চালিত মটোরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালী যান। ধারনা করা হচ্ছে, পরে গভীর রাতে সেখান থেকে ফেরার পথে মটোরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে তার মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।