শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। পরবর্তীতে ডিসি স্কয়ারে মুজিবশতবর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে এবং নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ পাঠ করা হয়। ভাষণ পাঠ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মােহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; এ্যাড. মোঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ; মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে তাঁর বজ্রকন্ঠ ভাষণের মাধ্যমে জাতিকে মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। জাতির পিতার ৭ই মার্চের ভাষণ এদেশের স্বাধীনতার মূল প্রেরণা। ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ইতোমধ্যেই ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করেছে। ভাষণটির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার প্রথমবারের মত জাতীয়ভাবে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস পালন করছে।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।