রবিবার, ১৩ Jul ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বিত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার পটুয়াখালী ক্লাব মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভাটি অনুষ্ঠিত হয়।
জিএম সরফরাজ, উপপরিচালক, স্থানীয় সরকার, পটুয়াখালী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, তথ্য আপাগণ, গ্রাম আদালতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।