রবিবার, ১৩ Jul ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে সদ্য বিদায়ী পুলিশ সুপার মােহাম্মদ মইনুল হাসান পিপিএম’কে সংবর্ধনা দেয়া হয়েছে।
তাঁর বদলিজনিত বিদায় উপলক্ষে
সোমবার পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; জিএম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য তিন বছরের অধিক সময় ধরে পটুয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তাগণ পটুয়াখালী জেলায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় মোঃ মইনুল হাসান, পিপিএম এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে শান্তি এবং চাকরি জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন