শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি, ২৫ ফেব্রুয়ারি ২০২১।। পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ০১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০.৩০ ঘটিকায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নির্বাচন কমিশন কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল হক।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো.শফিকুল হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবদুর রশিদ প্রমুখ। এ সময় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে অংশগ্রহণকারী ১০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪২ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হয়।
উল্লেখ্য ইউপি চেয়ারম্যান আবদুস সালাম শিকদারের মৃত্যুতে আগামী দুই বছরের জন্য এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী সহ বিএনপি ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী নিয়ে মোট পাঁচজন প্রার্থী অংশ নিচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবদুর রশিদ বলেন, সম্প্রতি কলাপাড়া উপজেলায় অনুষ্ঠিত ৩টি নির্বাচনের মত শতভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, কোন অবস্থায় এ সুনাম নষ্ট করতে দেয়া হবেনা।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো.জিয়াউল হক বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যে সকল ইন্ডিকেটর প্রয়োজন তার সবটুকুই প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। তিনি উপস্থিত কর্মকর্তাদের অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।