শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি ২০২১ রাত ৯:৫০ এর থাকে সকাল ১০:৩০ পর্যন্ত চরপাতা ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর সেলিম (৫০) মেম্বার এর নেতৃত্বে অসহায় দিনমজুকে মিথ্যে অটো চুরির অভিযুক্ত করে অমানুষিক নির্যাতন অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রফিক (৩৬) ড্রাইভার থেকে একটি অটো চুরি হন সেই অটো কে কেন্দ্র করে দিন মজুমদার মনির এর নামে মিথ্যা অপবাদ দিয়ে চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেলিম(৫০)মেম্বারের সহ তার নেতৃত্ব গাড়ির ড্রাইভার রফিক (৩৬) মানিক ওরফে মোল্লা (৩৩) বিল্লাল (৪৫) মিজান (২৮) আরো কিছু শত ক্যাডার বাহিনী নিয়ে মনির এর উপর রাতদিন ভর অমানুষিক নির্যাতন চালান আহত মনিরকে ঘটনাস্থল থেকে পুলিশ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি ক করেন।
ভুক্তভুগী মনির (৪২,) বলেন আমি চরপাতা ২ নং ওয়ার্ডের বাসিন্দা আমাকে পরিকল্পিতভাবে আমাকে অটো চুরির মিথ্যা অভিযোগ দিয়ে ধরে আনে কাছে ৬০ হাজার টাকা ছিল সে টাকা নেওয়ার জন্য আমাকে রাত থেকে সকাল পর্যন্ত অমানুষিক নির্যাতন চালান আমি তখন নিরুপায় হয়ে তাদের হাত থেকে বাঁচার জন্য টাকা দিয়ে দেই, সেলিম মেম্বার সহ তার সহকর্মীরা মারধোর করাতে আমি অজ্ঞান হয়ে যাই আমি অজ্ঞান থাকাতে সেখানকার সকালের আর কিছু জানতে পারিনি পরে জ্ঞান আসলে হাসপাতলে আমি দেখি পরে আমার সহধর্মিণীর কাছ থেকে শুনি আমার সহধর্মিনীর কাছে ৬ হাজার টাকা সাংবাদিক ও পুলিশের সামনে সেলিম মেম্বার বুঝিয়ে দেয়ার বাকি ৫৪ হাজার টাকা সেলিমা মেম্বারের কাছে, মেম্বারের কাছ থেকে পড়ে টাকা চাইলে মেম্বর অস্বীকার করেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন চলছে তাই আমি ভোলা ২ আসন এর এমপি আলী আজম মুকুল মহোদয়ের সহায়তা চাই, ও ভোলা জেলা পুলিশ সুপার সরকার আহমেদ কাউসার এর শরনাপন্ন হতে চান।