শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন লোহালিয়া ইউনিয়নের দক্ষিন লোহালিয়া গ্রামের মীম আক্তার (১১) নামের সপ্তম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী’র রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত মীম দক্ষিন লোহালিয়া গ্রামের হাবিব খাঁন এর ছোট মেয়ে ছিলেন।
নিহতের স্বজন সাগর জানায় গতকাল ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নিহতের মা-বাবার সাথে বাড়িতে ঝগড়ায় লিপ্ত হয়। এর কিছুক্ষন পরে নিহতের মা-বাবা ঘরের বাহিরে বেড়িয়ে গেলে কিশোরী মীম গলায় ওড়না পেচিয়ে ঘড়ের ভিতরে আত্মহত্যার ঘটনাটি ঘটায়।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত মীম স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
উক্ত ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।