শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী’র সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করেন ইউনিটি’র কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইউনিটির সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, সহ-সভাপতি মোঃ জাকারিয়া কাওসার, সহ-সভাপতি এম. নিয়াজ মোর্শেদ, সাধারন সম্পাদক সৈয়দ মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক এম.কে রানা, কার্যনির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম, শিশির দেবনাথ লিটু, সারমিন সুলতানা ও মোঃ সোহেল রানা।
এ সময় জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পটুয়াখালী জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে উন্নয়নের লক্ষে কাজ করার অনুরোধ জানান।
পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনায়েতুর রহমান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলা প্রশাসকের নিকট ইউনিটির সার্বিক মঙ্গল কামনাসহ তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের সহায়তা করার অনুরোধ করেন।