শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় জনগণের বিজয়। জনগণ উন্নয়নের পক্ষে তাদের রায় দিয়েছে। উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের গুরুদায়িত্ব নিয়ে নতুন সরকার কাজ করবে।
বুধবার রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দুই মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর-সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দশ বছর দেশ পরিচালনার মাধ্যমে সে স্বপ্ন বাস্তবে পরিণত করার কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। এই দশ বছরে দেশে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে যে বিপ্লব সূচিত হয়েছে, তার ধারাবহিকতায় ভবিষ্যতের বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধ জনপদ।’
কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন পেয়ে আমি আপ্লুত। সব সময় দেশের জনগণের স্বার্থ মাথায় রেখে দায়িত্ব পালন করবেন। আমাদের সামনে অনেক কাজ বাকি। সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করতে হবে।