মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
বরিশালে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় কনের বাবাসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বুধবার (৬ জানুয়ারি) বিকেলে মামলা ও আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে বিএমপি’র বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন ইসলাম জানান, মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে বৌভাতের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়া নিয়ে কনেপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বরের চাচা আজাহার মীর (৬৫)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বর ও কনেপক্ষের ২২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এরপর মঙ্গলবার রাতে নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর বাদী হয়ে হত্যাকারীদের শনাক্ত করে কনের বাবাসহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার আসামি ৯ জন ছাড়া বাকি ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক হওয়া ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।