বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
সম্মেলনের এক বছর পরে অনুমোদন হল বরিশাল মহানাগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি। সাবেক কমিটির সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক রেখে গত ১ জুনায়ারি ২০১৯-২২ সালের জন্য ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। রবিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের- এমপি সাক্ষরিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা- এমপি’র নির্দেশক্রমে অনুমোদিত বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। পূর্নাঙ্গ কমিটিতে আফজালুল করিম, কে.বি.এস আহম্মেদ কবির, গাজী নঈমুল হোসেন লিটু, আনোয়ার হোসাইন, আমীর হোসেন তালুকদার, সাইদুর রহমান রিন্টু, ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান, নজরুল ইসলাম, নাসির আহম্মেদ বাবুল, আবুল ফারুক হুমায়ুন, সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ সহ মোট ১১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এরা হলেন- হাসান মাহামুদ বাবু, কাজী মুনির উদ্দিন তারিক, গোলাম সরোয়ার রাজিব। এর বাইরে সৈয়দ গোলাম মাসুদ বাবলুকে আইন বিষয়ক সম্পাদক, মো. হুমায়ুন কবিরকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, রাশেদ শাহনেওয়াজ খান রানাকে তথ্য ও গবেষণা সম্পাদক, মোয়াজ্জেম হোসেন ফিরোজকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনকে দফতর সম্পাদক, মাওলানা সাইদুর রহমান কাশেমীকে ধর্ম বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান জিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. চাঁন মিয়াকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম ঝন্টুকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়েছে। প্রফেসর শাহনাজ পারভীন মিতাকে মহিলা বিষয়ক সম্পাদক, এ.এম.জি কবির ভুলুকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মো. সাইফুল ইসলামকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মো. মাসুদ খন্দকারকে শিক্ষা ও মানব সম্পাদক, নিরব হোসেন টুটুলকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, কায়সার হোসেন শিপনকে শ্রম সম্পাদক, মো. মিজানুর রহমানকে সাংস্কৃতিক সম্পাদক, জহুরুল হককে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ নূর উদ্দিন শাহিন, এম জাহিদুর রহমান মনির ও শেখ সাইদ আহম্মেদ মান্নাকে সাংগঠনিক সম্পাদক, পাপ্পা দাসকে উপ-দপ্তর সম্পাদক, জাহিদুল ইসলাম জনিকে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তৌহিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সহধর্মীনি লিপি আবদুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ ৩৬ জনকে পূর্নাঙ্গ কমিটির সদস্য করা হয়েছে।
যারা সদস্য হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। জানাগেছে, ‘২০১৯ সালের ৮ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের- এমপি মহানগর আওয়ামী লীগে এ.কে.এম জাহাঙ্গীরকে সভাপতি এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এর প্রায় ১৩ মাস পর গত ১ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।