মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের এয়ারপোর্ট থানাধীন পূর্ব গন পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেড় ধরে জমি দখল করতে বসত ঘরে আগুন দেওয়া, ও ননদ- ভাবীর উপর হামলা করার পরে ইয়াবা দিয়ে ফাসিয়ে দিবে বলে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার স্থানীয় আহমেদ আলী হাওলাদারের দুই পুত্র দেলোয়ার হোসেন ও স্কুল শিক্ষক ইউনুস আলী ও তাদের ভাগনি ফাহাদ হোসেনের বিরুদ্বে। ভুক্তভুগী একই এলাকায় (আসাদুজ্জামান সাগরের স্ত্রী) সালমা চৌধুরী ও তার ভাই বউ (নজরুল সরদারের স্ত্রী) রহিমা বেগম গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান- পূর্ব শত্রুতার জের ধরে গত ২৭ তারিখ সকালে সালমা বেগমের নির্মাণাধীন নতুন বসত ঘড়ে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসী দেলোয়ার হোসেন, তার ভাই শিক্ষক ইউনুস আলী হাওলাদার। পরবর্তীতে স্থানীয়রা আগুনের ফুলকি দেখতে পেলে সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যায়। তবে পরবর্তিতে এ ঘটনায় সালমা চৌধুরী ও রহিমা বেগমের উপর অতকৃত ভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। আর তাতে সহোযগিতা করেন দেলোয়ারের স্ত্রী নারগীস বেগম, মেয়ে মোমি, ইউনুসের স্ত্রী,পপি বেগম সহ আরো বেশ কয়েকজন। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভুগী পরিবার। এদিকে ভুক্তভুগী পরিবার অভিযোগ করে আরো জানান- দেলোয়ার হোসেন ও ইউনুস আলী হাওলাদার দুজনে মিলে সালমা চৌধুরীদের বৈধ্যতিক মিটারও নিজেদের নামে নিয়ে নেয়। এ বিষয়ে ইউনুস আলীর সাথে কথা বল্লে তিনি তার বিরুদ্বে আনিত সকল অভিযোগ অস্বিকার করেন।