শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কাজী নজরুলের কবিতায় দাদিকে স্মরণ করলেন জাইমা রহমান দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর নুর–হাসানের কোলাকুলি, রাজনীতিতে চমক চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কলাপাড়ায় ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থী পেলো নতুন বই জেলহাজতে অসুস্থ হয়ে আ.লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু দলের সব পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, উপদেষ্টা ফারুকী খালেদা জিয়ার দাফন প্রক্রিয়ার কিছু মুহূর্ত খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের উপস্থিতি নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল, চলছে কুরআনখানি ও শোক বইয়ে স্বাক্ষর দুমকিতে ছাত্রলীগ নেতার সাথে ছবি থাকায় ছাত্রদল নেতা গ্রেপ্তার জিয়া উদ্দিন সিকদার কে ১৭ নং ওয়ার্ড বিএনপির সংবর্ধনা প্রার্থীদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি: সাইফুল হক
পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা পেলো সাত হাজারের বেশি শ্রমজীবি কৃষক।

পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা পেলো সাত হাজারের বেশি শ্রমজীবি কৃষক।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় কৃষি প্রণোদনা পেলো সাত হাজারের বেশি শ্রমজীবি কৃষক।

এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করছেন উপজেলায় কৃষি বিষয়ক বিভিন্ন প্রণোদনা পেয়েছেন সাত সতাধিক অসহায় শ্রমজীবি কৃষক।

গলাচিপায় কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে স্থানীয় কৃষকরা এসব সুবিধা পেয়েছেন বলে জানাযায়।
অদ্য ২৯ নভেম্বর রোজরবিবার উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য  এস.এম শাহজাদা এমপি।

এছাড়াও প্রধান অতিথি রবি ২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা মু. মামুন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদসহ বিভিন্ন গণ্যমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা এসআরএম সাইফুল্লাহ বলেন, গলাচিপা উপজেলায় ৩ হাজার নয়শত কৃষককে পূনর্বাসন এবং ৩ হাজার ৪শত ৭০জন কৃষককে প্রনোদনা দেয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর মুল্যেবান বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব সরকার। আপনারা সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজ করবেন। আমাদের সকল জমিকে চাষাবাদের আওতায় আনতে সরকারের পাশাপাশি আমরাও এগিয়ে আসলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD