শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আশ্রায়ন-২ প্রকল্পের নির্মাণাধীন ৪৫০টি গৃহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক পটুয়াখালী মোঃ মতিউল ইসলাম চৌধুরী। শুক্রবার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের আশ্রায়ন-২ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এ সময় তার সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(কলাপাড়া) আবু হাসানাত মো.শহীদুল হক, ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১ম পর্যায়ে ক-শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) বরাদ্দকৃত ৪৫০ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন এইসব ঘর পরিদর্শনকালে জেলা প্রশাসক উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। সেইসাথে জাতির পিতার জন্মশতবর্ষ “মুজিববর্ষেই” ঘরগুলোর নির্মাণ কাজ যথাযথভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে আশা ব্যাক্ত করেন।