বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ : মহানগর বিএনপির সহ সভাপতি সহ বিএনপি জামায়াতের ৪১ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ২৫ ডিসেম্বর মঙ্গলবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে হাজতে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা দেয়া সহ আওয়ামী লীগের অফিসে আগুন লাগানোর অভিযোগে কোতয়ালী মডেল থানা পুলিশ মহানগর বিএনপির সহ সভাপতি এডভোকেট মহসিন মন্টু সহ ২০ জন, কাউনিয়া থানা ,বিমান বন্দর থানা ও বন্দর থানা পুলিশ আরও ২১ জনকে আটক করে। সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে ওই অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত ৪১ জনকে জেল হাজতে পাঠিয়ে দেন।