শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।।দক্ষিন বাংলার প্রবেশ দ্বার ভোলার ইলিশা ঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শ্রী রতন কার শীল সংগীয় ফোর্স নিয়ে আজ ১৮/১১/২০২০ ৪ঃ৪০ মিনিটে ৬ কেজি ৭৪ গ্রাম গাঁজা সহ মনির হোসেন(২৮) নামে এক মাদক কারবারি কে আটক করেন। মনির ভোলার শষীভুষন থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত ইসমাইল হোসেনের পুত্র বলে যানা গেছে। এ বিষয়ে শ্রী রতন কুমার শীল জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৬কেজি ৭৪ গ্রাম গাঁজা সহ একজন মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়েছি। আটক কৃত মনিরের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য ধৃত ৬ কেজি ৭৪ গ্রাম মাদকদ্রব্যের মূল্য প্রায় ৪লাখ ৯০ হাজার টাকা বলে জানায় পুলিশ।