মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে গনতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন বাউফলে সাংবাদিককে ইউএনও’র জেল দেয়ার হুমকি সাম্যের খুনীদের ফাঁসির দাবীতে বিএম কলেজ ছাত্রদলের মশাল মিছিল কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত বাউফলের ঢাকাগামী লঞ্চে যাত্রী সেজে মদ পাচারকালে এক যুবক গ্রেফতার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
কিশোর গ্যাং’র দায়ের কোঁপে বরিশাল কলেজ’র ২ ছাত্র যখম ।

কিশোর গ্যাং’র দায়ের কোঁপে বরিশাল কলেজ’র ২ ছাত্র যখম ।

Sharing is caring!

বরিশাল বিমানবন্দর থানা এলাকায় কিশোর গ্যাংদের সস্বস্ত্র হামলায় গুরতর আহত বরিশাল কলেজ’র ২ ছাত্র শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭ টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের গনপাড়া এলাকার বহুমুখী মাদ্রাসার সম্মুখে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন গনপাড়ার গ্রামের নাসিরদ্দিন মিয়ার ছেলে বরিশাল কলেজ’র সমাজ কল্যান বিভাগের অনার্স ১ ম বর্ষের ছাত্র মোঃ রাসেল (১৯), একই এলাকার বাবুল মিয়ার ছেলে বরিশাল কলেজ’র হিসাব বিজ্ঞান বিভাগের ১ বর্ষের ছাত্র সাগর। এঘটনায় হামলার শিকার মোঃরাসেল (১৯)’র বড় ভাই মোঃমাইনুদ্দিন (বিএমপি)’র বিমান বন্দর থানায় ইউনুস (১৪), ইমন (১৬), হাবিব(১৬), মোন্না (৪৫) সহ অজ্ঞাতনামা কয়েক জনের নামে অভিযোগ দায়ের করেছে বলে জানায়।

নব্য কিশোরগ্যাং সদস্যদের দায়ের কোঁপে গুরতর হামালার শিকার রাসেল বলেন, গত ৮ নভেম্বর ইউনুস (১৪) আমার বয়সে ছোট হওয়া সত্তেও আমার নাম ধরে ডাক দেয়। যেহেতু আমি তার চেয়ে বয়সে বড় তাই তাকে নাম ধরে ডাকতে নিষেধ করি। তার পরও সে নাম ধরে ডাকলে আমি ক্ষুব্দ হয়ে ইউনুস’র গালে একটি থাপ্পর মারি। এরই জের ধরেই গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে আমি ও আমার বন্ধু সাগর কাশীপুর চৌমাথা বাজার দিয়ে আসার পথে বহুমুখী মাদ্রাসার সামনে আসলে, ইউনুস অভিযুক্তদের সাথে নিয়ে আমাদের উপর দা ও লাঠি সোঠা দিয়ে হামলা চালায় । এসময় আমরা ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আমাদের উদ্ধার করে বরিশাল শের – ই- বাংলা মেডিকেল কলেজ হাসাাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

হামলা ও অভিযোগের বিষয়ে বিমান বন্দর থানার ওসি মোঃ জাহিদ বিন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ১৩ নভেম্বর সন্ধা সাড়ে ৭ টার দিকে রক্তাক্ত অবস্থায় রাসেল নামে এক যুবককে থানায় নিয়ে আসে তার স্বজনরা মামলা করার জন্য। আমি আহত ওই যু্ককে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। হামলার ঘটনায় প্রাথমিক ভাবে একটি অভিযোগ গ্রহন করেছি। যার তদন্তের কাজ চলছে। হামলার ঘটনার সত্যতা প্রমান পেলে মামলা গ্রহন করে দোষিদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন করবো। ওসি জাহিদ বিন আলম বলেন, আমার থানা এলাকায় কোন ক্রমেই কিশোর গ্যাং এর ঠাই হবেনা। মাদক কারবারি ,ইভটিজার ও অন্যান্ন সকল অপরাধীদের নির্মুলের জন্য (বিএমপি) পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা দিন রাত কাজ করছি। তাই জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দিতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD