বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: ঢাকা ৪ আসনের ঐক্যফ্রন্ট তথা বিএনপি প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গণসংযোগের উদ্দেশ্যে বাসা থেকে বের হতে দেয়নি পুলিশ। আজ সকালে তিনি শ্যামপুরের কদমতলীতে অবস্থিত তাঁর বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে বের হতে চাইলে পুলিশ তাঁকে বাধা দেয়।
পুলিশের বক্তব্য অনুযায়ী ‘মিছিল সহকারে’ অর্থাৎ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে যাওয়া যাবে না। বর্তমানে পুলিশ বিএনপি নেতা সালাউদ্দিনকে তাঁর বাসায় অবরুদ্ধ করে রেখেছে।
এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তারা আমাকে গণসংযোকে বের হতে দেয়নি। শুধু তা-ই নয়, তারা আমার বেশ ক’জন নেতাকর্মীকে আটক করেছে।