শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন.পটুয়াখালী প্রতিনিধি।। বিশ্ব খাদ্য দিবসের আন্তর্জাতিক সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।
আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে রাজধানীর প্যাসিফিক সােনারগাঁও হােটেলে আন্তর্জাতিক সেমিনারের আয়ােজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, এমপি, সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি; সাধনচন্দ্র মজুমদার, এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়; শ ম রেজাউল করিম, এমপি, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সেমিনারে সভাপতিত্ব করেন ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়।
উক্ত সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী প্রান্তে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; হৃদয়েশ্বর দত্ত, উপ পরিচালক; কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী; হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী;
অ্যাডভােকেট মােঃ গােলাম সরােয়ার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পটুয়াখালী সদর; জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, কৃষক প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ।