শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: নিজ এলাকায় নতুন রূপে ফিরলেন মাশরাফি। বহুবার নড়াইলে আসলেও এবারের আসা একেবারে অন্যরকম। সংসদ সদস্য প্রার্থী মাশরাফি ফিরলেন সুসজ্জ্বিত দলীয় প্রতীক নৌকায়।
আজ শনিবার ভোর থেকে নড়াইলের কালনা ঘাটে মানুষের অপেক্ষা। চারিদিক থেকে সবাই ছুটছেন কালনা ফেরীঘাটে। নড়াইলের ঘরে ছেলে আজ বাড়ি ফিরে আসছেন নির্বাচনে অংশ নেবেন। শনিবার দুপুর ২ টার দিকে কালনা ঘাটে নেমে একটি সাজানো নৌকায় তিনি নড়াইলে পৌঁছেন।
এ সময় কয়েক হাজার মানুষের চাপে আর ভক্তদের ভিড়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। কালনা ঘাট থেকে সড়কপথে স্ত্রী সন্তান-পিতাসহ হাজারো ভক্তদের সাথে নড়াইলে পৌঁছান তিনি। এরপর কালনা ঘাটে অবস্থিত মঞ্চে এক পথসভায় অংশ নিয়ে নিজের দেরীতে আসার জন্য দুঃখ প্রকাশ করেন।
গাড়ি বহর এগিয়ে চলে ধীর গতিতে। এরপর কয়েকটি পথসভায় অংশ নেন তিনি। এরপর লক্ষ্মীপাশা, এড়েন্দা, দত্তপাড়া ও নাকশীতে পথসভায় যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চান তিনি।
বিকাল ৫ টায় নড়াইল পৌঁছে মাশরাফির গাড়িবহর। সন্ধ্যায় নড়াইল পুরাতন টার্মিনালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া মাশরাফি বিন মর্তুজা। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে সভা করেন।