মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন ডেক্স: রংপুরের পীরগঞ্জে কর্ণফুলী কাউন্টারের সামনে থেকে ৪৫০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে কর্ণফুলী কাউন্টারের সামনে থেকে ৪৫০ পিচ নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জের গোবিন্দপুর এলাকার কানি পাড়ার আছির উদ্দিনের পুত্র নুর বাদশা (৩৬) এবং ইমারুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম (৩৪) কে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।