শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:১০ অপরাহ্ন
বরিশাল নগরীর ৯নং ওয়ার্ড রসুলপুরে মাদক ছেড়ে ভালো হতে চায় মো: পলাশ (৪০) ও লিপি (৩৫) দম্পত্তি। স্বামী পলাশ ও স্ত্রী লিপি বেগম জানিয়েছেন গত প্রায় ৬/৭ বছর পূর্বে পেটের টানে তারা মাদকের ব্যবাসার সাথে জড়িয়ে পরেন। তবে গত ৪/৫ বছর যাবৎ তারা কোন মাদক সেবন কিংবা কোন মাদক ব্যাবসার সাথে আর নেই। তারা দুজনে এখন তাদের ৪ছেলে মেয়ে নিয়ে সুখে থেকে ডাল ভাত খেয়ে সমাজে ভালোভাবে বেচে থাকতে চায়। তবে লিপি বেগম ও পলাশ হাওলাদারের দাবী তার অন্ধকার ছেড়ে আলোর পথে চলে আসলেও প্রশাসনের কিছু সদস্য এখনো তাদের শুধু শুধু হয়রানী করেন। তারা বিষয়টি নিয়ে বরিশাল পুলিশ কমিশনারের দৃস্টি আকর্ষন করেন।