শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
এশিয়া মহাদেশের সর্ববৃহত্তর ভাসমান পেয়ারা বিক্রির হাট বাংলাদেশের ঝালকাঠি জেলার স্থানীয় ভিমরুলী খালের মোহনায় বসে । সৃজনে ভাসমান পেয়ারা হাট দেখতে এখানে দেশ-বিদেশী পর্যটক ও ভ্রমণপিপাসুরা উপচে পড়া ভীড় থাকে। কিন্তু এবছর চলমান সৃজনে করোনা পরিস্থিতি থাকায় দূরদূরান্ত থেকে আসা পর্যটকের সংখ্যা এক কয়েকগুন কমে গেছে । এতে করে এখানকার তিনশতাধিক নৌকা ও প্রায় দেড়শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া এবং পরিচিত বৌদির ভাসমান হোটেল সহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা গতবছর সৃজনে ১০ ভাগের তুলনায় এবার তিনভাগ কমে ৭ ভাগে নেমে এসেছে। যা বিগত সৃজনের তুলনায় এ পর্যন্ত ৪০/৪৫ লাখ টাকার উপরে কম হয়েছে বলেও জানান স্থানীয় চাষী নবীন চন্দ্র হালদার, বৌদির ভাসমান হোটেলের বিক্রেতা সাথী , ট্রলার ব্যবসায়ী সুকেন সহ স্থানীয় ব্যবসায়ীরা৷