শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স:নাটোরের সিংড়া উপজেলায় মেয়ে মিরা খাতুনের (৩০) লাঠির আঘাতে বাবা আব্দুস সাত্তারের (৮০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক মেয়েকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ওই গ্রামের বাসিন্দা। তিনি হাতিয়ান্দহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর এ আলম সিদ্দিকী জানান, দুপুরের দিকে মেয়ে মিরা খাতুনের সঙ্গে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে বাবা আব্দুস সাত্তারের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মিরা নিজ নামে জমি লিখে দেওয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এতেও রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন মিরা। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তারের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিরাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তার নামে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয়রা জানান, মিরার সঙ্গে তার স্বামীর তালাক হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। তবে এরই মধ্য একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মিরা। এ নিয়েও বাবার সঙ্গে তার বিরোধ চলছিল। এছাড়া প্রায়ই নিজ নামে জমি লিখে দেওয়ার জন্য মিরা তার বাবাকে চাপ সৃষ্টি করতেন। অবশেষে জমি না লিখে না দেওয়ায় মেয়ের হাতেই প্রাণ হারাতে হলো বাবা আব্দুস সাত্তারকে।
এ বিষয়ে হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, পারিবারিক বিরোধে ঘটনাটি ঘটলেও ওই ঘাতক মেয়ের বিচারের দাবি এলাকাবাসীর।