সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
বরিশালে ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
শনিবার (৩০ আগস্ট) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীম।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক আ. হালিম খন্দকার ও উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল নগরের সদর রোডে অভিযান চালায়। এ সময় সদর রোডের হোটেল আলী ইন্টারন্যাশনালের তৃতীয় তলার ৩১৩ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানাধীন আগ্রাবাদ এলাকার নাছিমা আক্তার নদী (৪০) ও বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন রোগধন এলাকার মো. শামীম খাঁনকে (২৬) সাতশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া অপর অভিযানে সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় ফিহা স্টোর নামে একটি চায়ের দোকানের সামনে থেকে মাদককারবারি মো. তারেক হাওলাদার ওরফে সানিকে (২৬) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক তারেক হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. হান্নান হাওলাদারের ছেলে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার রবিউল।