শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম রক্তদাতাদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল ব্লাড ডোনার্স ক্লাব, এই সংগঠনের উদ্দ্যেগে আজ বার্ষিক আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। বরিশালে এই প্রথম রক্তদাতাদের নিয়ে আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়।
উল্লেখ্য বিএমবিডিসি বাংলাদেশী একটি স্বেচ্ছাসেবী সংগঠন । ২০১৮ সাল থেকে এটি বরিশালে রক্তদাতাদের নিয়ে ও বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে এবং এতে তারা বেশ সুনাম অর্জন করেছে।
আজ ২৮ আগষ্ট রোজ শুক্রবার সংগঠনটি পেয়ারার ভাসমান বাজার ও পেয়ারার বাগান ভ্রমন করেছে।শুক্রবার সকাল ৮ ঘটিকায় স্হলপথে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা থেকে স্হানীয় গাড়ি ২টি লেগুনাতে ৩০ সদস্যের একটি দল নবগ্রাম যাত্রা শুরু করে।সকালে গ্রুপের সকল সদস্যদের জন্য নাস্তা প্রদান করা হয়। উক্ত গ্রুপের সম্নানিত সভাপতি মাহফুজ রায়হান এ ট্যুরের আয়োজক হিসেবে ছিলেন।
সকাল ৯ টা ১৫ মিনিটে নবগ্রামে গাড়ি পৌঁছলে সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য সমন্বিত পেয়ারার পার্ক,ভাসমান বাজার,পেয়ারার বাগানে ট্রলারে যাত্রা শুরু করে,নাচ, গান আর উল্লাসে মেতে পরে ভ্রমনপিপাসুরা সব মিলিয়ে লোকারন্য স্হান বিশেষ করে ভাসমান পেয়ারার বাজার ভিমরূলীতে বেশ উপভোগ্য ছিলো।
করোনাতে সামাজিক দূরত্ব মেনে সারাবেলা আনন্দ উল্লাস এবং খালে গোসলের মাধ্যমে সবাই ব্যস্ততার মধ্যে দিনটি অতিবাহিত করে রক্তদাতারা।দুপুরে সদস্যদের জন্য খাবার দেয়া হয় পোলাউ ও রোস্ট।খাবার শেষে আয়োজন করা হয় আকর্ষণীয় লটারি যাতে সর্বমোট ১৫ টি আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
এ আয়োজনে যোগদান করা একজন সক্রিয় সদস্য মাহামুদ করিম জানান, সত্যিই আয়োজন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে তিনি ধন্যবাদ জানান আয়োজক কমিটিকে।
অপর দিকে লটারীতে ১ম পুরষ্কার বিজয়ী নুসরাত জাহান জানান, অত্যন্ত মনরোম পরিবেশে উপভোগ করতে হলে এখানে আসতে হবে এবং আর ৭০ জনের মধ্যে পুরস্কার পাওয়াতে খুবই উৎফুলিত হয়েছি। পরিশেষে পুরো দল বরিশালের উদ্দ্যেশে রওয়ানা করে বরিশালে ফিরে আসে।
আয়োজক কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আরেফিন সহ-সভাপতি জানান, বর্তমানে করোনা পরিস্হিতির কারনে স্বল্প সংখ্যক আয়োজন করা হয়েছে,আগামীতে সকলের সহোযোগীতা পেলে আরও বড় আয়োজন করা হবে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি জনাব ইব্রাহিম জুয়েল, উপদেষ্টা, বন্ধুমহল ব্লাড ডোনার্স ক্লাব এবং আমন্ত্রিত অতিথি জনাব পারভেজ সিকদার উপস্হিত থাকেন।