শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলায় মেঘনার উত্তাল জোয়ারের চাপে বেড়ী বাঁধ ভেঙ্গে পানি ঢুকে প্লাবিত হয়েছে ভোলা সদর, ইলিশা, তুলাতলি, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার অন্তত ২০টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ হাজার মানুষ।
গত বুধবার, বৃহস্পতিবার থেকে বৃষ্টি ও অমাবশ্যার জোয়ারের ফলে বেরীবাধ ভেঙ্গে গিয়ে এলাকায় পানি ঢুকে কয়েক’দিন ধরে পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন মানুষগুলো। পানিতে ঘর, ফসলি জমি, মাছের ঘের নস্ট হয়ে বিভিন্ন গৃহস্থালি মালামাল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। চরম দুর্ভোগ পড়েছেন মানুষগুলো।এমন অবস্থায় ভোলার সদর আসনের এমপি জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের নির্দেশে তাদের খোজ খবর নিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এসময় তারা ভোলা সদরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।এবং বন্যাকবলিত অসহায় মানুষের খোজ খবর নেন।তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহন করে সমস্যা নিরসনে ভুমিকা রাখছেন তারা। এসময় স্থানীয় এলাকার জনগন উদ্দেশ্য বলেন,যেকোন দূর্যোময় সময়ে তারা সবসময় থাকবেন। এদিকে জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকীব ও মইনুল হোসেন বিপ্লব তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতাও করেন বলে স্থানীয় অসহায় পরিবারগুলো জানায়।