শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ অমাবস্যায় কীর্তনখোলা নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আর এ কারণে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
সাড়ে ৪টার দিকে বরিশাল কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিভিন্ন খাল দিয়ে পানি শহরের ভেতরে প্রবেশ করে এবং সড়ক তলিয়ে যায়।
অমাবস্যায় কীর্তনখোলা নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আর এ কারনে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
সাড়ে ৪টার দিকে বরিশাল কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিভিন্ন খাল দিয়ে পানি শহরের ভেতরে প্রবেশ করে এবং সড়ক তলিয়ে যায়।
রাত সাড়ে ৮টার পর নদীতে ভাটা শুরু হলে পানি কমতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময় কীর্তনখোলা নদীর পানি শহরে প্রবেশন করছে। এবং এ পানি ৫ থেকে ৬ ঘণ্টা স্থায়ী হয়।
বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, কীর্তনখোলা নদীর পানি বিকেল ৫টায় বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করে। অমাবস্যার জোয়ারের কারনে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কীর্তনখোলা নদীর পানির বিপদসীমা হচ্ছে ২.৫৫ মিটার। বিকেল ৫টায় পানির উচ্চতা ছিলো ৩ মিটার। সে হিসেবে ০.৪৫ মিটার উপর দিয়ে কীর্তনখোলার পানি প্রবাহিত হয়েছে যার ফলে নদীর পানি নিম্নাঞ্চল সহ লোকালয়ে প্রবেশ করেছে।