শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
অনলাইন ডেক্স :নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে অজ্ঞাত আসামি করে সোমবার (১০ আগস্ট) রাতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।
মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন এবং ভাড়া বাসায় থাকেন। গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টায় কাঁচপুরের বাসা থেকে আড়াইহাজার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর রাত সাড়ে ১০টায় কাকাইল মোড়া খেয়াঘাটের সামনে রিকশার জন্য অপেক্ষা করলে অজ্ঞাতনামা চার যুবক বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তাদের সঙ্গে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করেন। একপর্যায়ে যুবকদের দুইজন কাপড় দিয়ে ওই নারীর চোখ ও মুখ ধরে আর দুইজন জোর করে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় এক লোক এসে তাদের চলে যেতে বললে ওই চারজন চলে যায়। পরে ওই লোক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে শ্বশুর বাড়িতে পৌঁছে দেন।
ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি লোকলজ্জার ভয়ে গোপন রাখেন। পরবর্তীতে স্বামী বিষয়টি জানতে পারলে সোমবার রাত সাড়ে ১০টায় পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এছাড়া মঙ্গলবার সকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।