মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন ডেক্স:রাজধানীর সদরঘাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক নারী সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতার আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫) ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। তার বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী থানার কেশবপুর গ্রামে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর মতিঝিল থানায় দায়েরকৃত একটি মামলায় নব্য জেএমবির এই নারী সদস্যকে গ্রেফতারের বিষয়টি জানান সিটিটিসির সহকারী কমিশনার (এসি) ইমরান হোসেন।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিটিটিসি জানায়, ২০০৯ সালে নবম শ্রেণিতে পড়ার সময় তিনি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অনলাইনে ধর্ম সংক্রান্ত পড়ালেখা করতে করতে নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুন ওরফে আসমার সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তিনি জঙ্গি সংগঠনটির সদস্য হিসেবে কাজ শুরু করেন।
২০১৬ সাল থেকে তিনি বাংলাদেশ আসা-যাওয়া করছেন। তার দায়িত্ব ছিলো বিভিন্ন দেশ ঘুরে সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা। জাল জন্ম নিবন্ধন সনদ ও জাল জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এ দেশের নাগরিক প্রমাণ করে তিনি বাংলাদেশে বিয়ে করেন। স্বামীর ইচ্ছা অনুযায়ী, গত বছরের ১০ আগস্ট থেকে তিনি বাংলাদেশে বসবাস শুরু করেন। এরপর থেকে বিভিন্ন মাদরাসায় শিক্ষকতার আড়ালে সংগঠনের সদস্য সংগ্রহ করতেন।
গত ৫ ফেব্রুয়ারি নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুনকে গ্রেফতার করে সিটিটিসি। তদন্তের ধারাবাহিকতায় প্রজ্ঞা দেবনাথকে গ্রেফতার করা হয়। আসমানী খাতুন গ্রেফতারের পর প্রজ্ঞা মাদরাসার চাকরি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ শুরু করেন বলেও জানা গেছে।