শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেক্স:পঞ্চগড়ের বোদা উপজেলায় এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তার অভিযোগে লাকি বেগম (৪৬) নামে এক নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েম মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান। বুধবার (১৫ জুলাই) বোদা পৌরসভা এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বোদা পৌরসভা এলাকার রফিকুল ইসলামের ছেলে মিলন ও একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী লাকী।
জানা যায়, মিউজিক ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন মিলন। সে সুবাদে তার সঙ্গে মিউজিক ভিডিওর মডেলিংয়ের চুক্তি হয় পাবনা জেলার ভাংগুরা থানার পাথরঘাটা এলাকার এক নারীর (নির্যাতনের শিকার) সঙ্গে। পরে মিলন মেয়েটিকে আসতে বললে তিনি গত ১৪ জুলাই বোদায় আসেন। পরে মেয়েটিকে লাকির বেগমের বাড়িতে নিয়ে গিয়ে ১৪/১৫ জন মিলে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি বোদা থানায় পরের দিন বুধবার রাতে মিলন, লাকিসহ তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৪/১৫ জনের নামে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মিলন ও লাকিকে আটক করে পুলিশ।
ওসি, তদন্ত আবু সায়েম মিয়া বাংলানিউজকে জানান, ধষর্ণের অভিযোগে করা মামলার আসামি মিলন ও লাকিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।