শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসানসহ বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ডিসেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে নগরের দক্ষিণ আলেকান্দার বাসা থেকে মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসান গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করা হয়। যারমধ্যে নগরের সিঅ্যান্ডবি রোড কাজীপাড়া থেকে গোপন বৈঠকের সময় ৮ জামায়াত নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবারই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।