শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
বরিশালে চোরাই মোবাইল সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো- মো: মারুফ (৩৫, মো: আনোয়ার হাওলাদার (৪০) ও রঞ্জিৎ হালদার (২৭)।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিধঁ কেটে অজ্ঞাত নামা চোরেরা মোবাইল ফোন, স্বর্নালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে তিনি ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন, মামলা নং ১০। মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এস আই সাইদুর রহমান ও এস আই রায়হান তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ১৩ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম জানান, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেস্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে এবং মামলার প্রধান আসামী মোঃ মারুফ চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।